Jonayed Hossain

nuclear explosion, mushroom cloud, atomic bomb-356108.jpg

পারমানবিক বোমা কতটা শক্তিশালী, কোন দেশের কতটি বোমা আছে?

-মোঃ জোনায়েদ হোসেন

আচ্ছা, জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা বোমা দুটির নামতো জানেন?

– লিটল বয় ও ফ্যাট ম্যান

লিটল বয় ফেলা হয়েছিল হিরোশিমায় (৬ আগস্ট, ১৯৪৫)। বোমাটির আঘাতে সাথে সাথেই মারা যায় ৭০ হাজারের বেশি মানুষ। একটা সমৃদ্ধ শহর মুহূর্তেই শেষ! আহত, পরবর্তীতে মৃত্যু এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় রেডিয়েশন এর প্রভাব আজও বিদ্যমান! (ফ্যাট ম্যান ফেলা হয় নাগাসাকিতে ৯ ই আগস্ট ১৯৪৫। )

লিটল বয় বোমাটির ওজন ছিল ৪০০০ কেজির মতো (১০০মণের কাছাকাছি)। এর ভিতরে ইউরেনিয়াম ছিল ৬৪ কেজি।

পারমাণবিক বোমায় কী ঘটে আসলে?

এখানে মূলত একটা পরমাণুর নিউক্লিয়াস (পরমাণু হলো কোন বস্তু ভাঙতে ভাঙতে সবচেয়ে ছোট যতটুকু করা যায় সেটা/সবচেয়ে ক্ষুদ্রতম একক, পরমাণুর ভিতর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে, প্রোটন ও নিউট্রন কেন্দ্রে থাকে, তাকে নিউক্লিয়াস বলে) ভেঙে ছোট একাধিক নিউক্লিয়াসে পরিণত হয়। এতে এখানে প্রচুর শক্তি ও ক্ষতিকর গামা রশ্মি উৎপন্ন হয়।

এই শক্তিটাকে কাজে লাগিয়েই প্রচণ্ড বিস্ফোরণ ঘটানো হয় যা ধ্বংস করে দিতে পারে গোটা একটা শহর। আর গামা রশ্মি তৈরি করতে পারে দীর্ঘস্থায়ী ক্ষতি।

(গামা রশ্মি কী বুঝেননি হয়তো। এক্সরেতো দেখেছেন। এক্সরে এক ধরণের রশ্মি। দেখেননা হঠাৎ একটা আলো ফেলা হয়, এরপর একটা এক্সরে ফিল্ম পেয়ে যান। এখানে এই রশ্মিটা আপনার শরীর ভেদ করে চলে যায়। যাওয়ার সময় কোথায় কীরকম বাধা পায় তার একটা ইমেজ এক্সরে ফিল্ম এ আসে। গামা রশ্মিও এরকম আমাদের শরীর ভেদ করে চলে যায়। এক্সরে কম ক্ষতিকর রশ্মি, গামা রশ্মি অনেক বেশি ক্ষতিকর।)

মূল আলোচনায় চলে যাই, ৪০০০ কেজি ওজনের বোমাটির ভেতর ইউরেনিয়াম ছিল ৬৪ কেজি। আর এটা যে এনার্জি তৈরি করে বা সহজ করে বললে বোমাটির শক্তি ছিল ১৫ কিলোটন (15 kilotons of TNT)।

১৫ কিলোটন শক্তির একটা বোমা একটা শহর শেষ করে দিয়েছে, লক্ষাধিক লোক মেরে ফেলেছে! ক্ষয়ক্ষতি এখনো চলমান!

এবার মূল বিষয়ে আসি, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক বোমাটি (Tsar Bomba) আছে রাশিয়ার কাছে। এর ক্ষমতা ৫০ মেগা টন! একে কিলো টনে নিলে হয়, ৫০*১০০০=৫০ হাজার কিলোটন ক্ষমতার!

তার অর্থ দাঁড়ালো, Tsar Bomba এর ক্ষমতা (৫০০০০÷১৫)= ৩৩৩৩.৩৩ বা ৩ হাজার লিটল বয়ের সমান! 😕

এর কাছাকাছি ক্ষমতার অনেক বোমা আছে রাশিয়া, যুক্তরাষ্ট্রের কাছে!

আপনি জেনে অবাক হবেন, এখনকার সময়ের সবচেয়ে কম ক্ষমতার পারমাণবিক বোমাও হিরোশিমায় ফেলা লিটল বয়ের চেয়ে শত শত গুণ শক্তিশালী! ভয়ের বিষয় না?

এবার দেখি পারমাণবিক বোমা কার কার কাছে আছে..

১. রাশিয়া- ৬২৫৫ টি

২. যুক্তরাষ্ট্র – ৫৫৫০ টি

৩. চীন – ৩৫০ টি

৪. ফ্রান্স – ২৯০ টি

৫. ব্রিটেন – ২২৫ টি

৬. ভারত – ১৫৬ টি

৭. পাকিস্তান – ১৬৫ টি

৮. ইসরাইল – ৯০* টি

৯. উত্তর কোরিয়া ৪০ টি

( সূত্র : Statista )

এর মধ্যে ইসরাইল সরাসরি স্বীকার করে না যে তাদের কাছে পারমাণবিক বোমা আছে।

যাইহোক, বিষয়টা বুঝতছেন?

প্রায় ১৪০০০ ভয়ঙ্কর পারমাণবিক বোমা নিয়ে বসে আছি আমরা সৃষ্টির সেরা জীব, শান্তিপ্রিয়, গণতান্ত্রিক মানুষেরা!

শেষ করি, ইউক্রেন দিয়ে। সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় ইউক্রেনের কাছে হাজারের বেশি পারমাণবিক অস্ত্র ছিল। রাশিয়া, আমেরিকার সাথে চুক্তি অনুযায়ী ইউক্রেন এগুলো রাশিয়ার কাছে হস্তান্তর করে! ঐ সময় তার তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ ছিল। সেগুলো থাকলে হয়তো ইউক্রেনের ইতিহাস ভিন্ন‌ হতো!

আরেকটা তথ্য দিই, একসময় দক্ষিণ আফ্রিকা পারমাণবিক শক্তিধর দেশ ছিল। ১৯৯৩ সালে এর কার্যক্রম স্থগিত করে।

হ্যাপি লার্নিং 🙂

Share this Article:

Facebook
Twitter
LinkedIn