Jonayed Hossain

glasses, book, education-1052010.jpg

পড়ার কৌশল

পড়ার কৌশল..

১. আমি সবসময় সহজ সাবজেক্ট বা সহজ টপিক দিয়ে পড়া শুরু করতাম। কঠিন কোন একটা কিছু পড়তে গিয়ে হয়তো আপনার পড়ার আগ্রহটাই চলে যাবে।

মনে করুন, আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে আমার ভালো লাগে, সেটাই শুরুতে পড়তাম। এটা আমার কাছে খুব কার্যকর একটা কৌশল মনে হয়।

একাডেমিক লাইফেও এই কাজটা আমি করতাম। যেটা পড়তে ভালো লাগে সেটা শুরুতে। এরপর ধীরে ধীরে কঠিন টপিক বা সাবজেক্ট পড়তাম।

২. কিছু কিছু টপিক দেখবেন কিছুতেই মাথায় ঢুকছে না। মাথায় প্রেসার না দিয়ে উপন্যাসের মতো একবার পড়ে ফেলুন।

মনে রাখার বা বুঝার দরকার নেই। দ্বিতীয়বার পড়ুন, দেখবেন আগের চেয়ে সহজ লাগছে। এরপরও কঠিন লাগলে দেখে দেখে লিখে ফেলুন।

এরপর দেখবেন ভালো লাগছে। বুঝবেন, পড়ে আনন্দও পাবেন।

৩. অনেক পড়া। ভাবছেন শেষ করা অসম্ভব। এতো না ভেবে শুরু করে দিন। দেখবেন একটা সময় অনেক কিছু কভার হয়ে গেছে।

চাপ নিয়ে পড়বেন না। বিরক্তি নিয়ে পড়বেন না। ভালো লাগছে না, উঠে যান। একটু হেঁটে আসুন, ১০-২০ মিনিট কিছু উপভোগ করুন। হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার বসুন।

৪. পড়ার টেবিলটা গুছিয়ে রাখুন। বসলে যাতে ভালো লাগে। হালকা খাবার, ফল রাখুন। পানি, চা রাখুন কাছে। মাঝে মাঝে ব্রেক নিন।

৫. বুঝে পড়ার চেষ্টা করুন। কী পড়ছেন ফিল করার চেষ্টা করুন। কল্পনা করুন, আগে পরে কী আছে এর। জানার জন্য পড়ুন।

সবার জন্য শুভকামনা

Share this Article:

Facebook
Twitter
LinkedIn