Jonayed Hossain

calculator, numbers, math-4285211.jpg

What is Factorial & Multifactorial?

বলেন দেখি 8!, 8!! এবং 8!!! এর মান কত?

(What is Factorial & Multifactorial?)

Factorial of a number means product of the number and all the positive integers smaller than it.

Multifactorial means more than one factorial.

! এটি ফ্যাক্টোরিয়াল (Factorial) চিহ্ন। কোন সংখ্যার Factorial হলো সেই সংখ্যা এবং তার চেয়ে ছোট সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল। যেমনঃ 2!= 2×1

3!= 3×2×1,

8!= 8×7×6×5×4×3×2×1

সুতরাং n!= n×(n-1)×(n-2)×…×1

এবার আসি, !!, !!!, !!!! এগুলোকে বলে মাল্টিফ্যাক্টোরিয়াল। খুবই সহজ বিষয়।

Factorial একটা (!) থাকলে এক করে কমে গুণ করার সময়। দুটি থাকলে দুই করে, তিনটি থাকলে ৩ করে কমে।

যেমন: 8!= 8×7×6×5×4×3×2×1

8!!= 8×6×4×2

8!!!= 8×5×2

8!!!!=8×4

এরকম।

Multifactorial লিখলে গুগলেও এগুলো পাবেন।

হ্যাপি লার্নিং 🙂

Share this Article:

Facebook
Twitter
LinkedIn