সবাইকে মহান π (পাই) দিবসের শুভেচ্ছা 🙂
আচ্ছা বলেন তো π (পাই) কী? অংক করার সময় নিশ্চয়ই ব্যবহার করেছেন?
আসেন সহজে বুঝার চেষ্টা করি…
π (পাই) হলো বৃত্তের পরিধি(Circumference) এবং ব্যাসের(Diameter) অনুপাত। অর্থাৎ একটি বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা ই হলো পাই। (পরিধি হলো গোল জিনিসটা সোজা করে মাপলে যতটুকু লম্ব হয় সেটা, আর ব্যাস হলো মধ্যখান দিয়ে যাওয়া এ মাথা থেকে ঐ মাথার দূরত্ব। 🙂 )
মজার বিষয় হলো, আপনি এখনই একটা বৃত্ত আঁকতে পারবেন, কিন্তু এই বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করে এক্সাক্ট ফলাফল বের করতে পারবেন না! এই ভাগফলটি আজ পর্যন্ত কোন গণিতবিদ বা কোন সুপার কম্পিউটার বের করতে পারেনি!
π (পাই) এর মান এরকম,π=3.14159265358979323846264338328419716939937510582097494459230764062862089986280348253421170679…….
এভাবে 2.7 ট্রিলিয়ন( 1 ট্রিলিয়ন= 1 লক্ষ কোটি) ডিজিট বের করা হয়েছে এখন পর্যন্ত!!
গণিতের এক বিরাট রহস্য এই পাই।
আরেকটা বিষয় বলি, আমরা হাইস্কুলে পড়েছি, π (পাই) এর মান 22/7, এটা সম্পূর্ণ ভুল।
22/7 হলো একটা মূলদ সংখ্যা (মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে ভগ্নাংশ বা p/q আকারে লেখা যায়) অন্যদিকে π হলো অমূলদ সংখ্যা। আবার 22/7 এর ভাগফল দশমিকের পর কয়েকটা ঘর হয় মাত্র, বের করা যায় কিন্তু π এর শেষ আজ অবধি মানুষ, কম্পিউটার কেউ দেখেনি! দশমিকের পর কয়েকটা ঘর মিলে যাওয়ায় এবং সহজে প্রকাশ করা যায় বলে সাধারণত 22/7 লেখা হয়।
π=3.14… শুরুর এই তিন ডিজিট ধরে প্রতিবছরের 3/14 বা মার্চ মাসের 14 তারিখ পালিত হয় বিশ্ব π দিবস।
গণিত শিখুন, গণিতকে ভালোবাসুন, সুন্দর পৃথিবী গড়ুন…
সবাইকে বিশ্ব π দিবসের শুভেচ্ছা ☺
হ্যাপি লার্নিং 🙂
© Jonayed Hossain