– মোঃ জোনায়েদ হোসেন
আলোকবর্ষ জিনিসটা সময়ের একক নাকি দূরত্বের একক?
– দূরত্বের।
একটু সহজ করে বুঝিয়ে বলেন তো।
– একটা গান আছে না,
“ভেবে দেখেছ কি?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।
ভেবে দেখেছ কি?”
গান থেকে কী বুঝলে?
– আলোকবর্ষ দিয়ে দূরত্বই বোঝায়
আচ্ছা সহজ করে বলি, বজ্রপাতের সময় আমরা দেখি প্রথমে বিদ্যুৎ চমকায়, এর একটু পর শব্দ শুনি, তাইনা? এটা কেন হয়? এর কারণ শব্দ ও আলোর গতির ব্যাবধান। শব্দের গতি সেকেন্ডে কয়েকশো মিটার মাত্র, অন্যদিকে আলোর গতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। এজন্য মাত্র কয়েক কিলোমিটার উপরে আকাশে মেঘে মেঘে ঘর্ষণে উত্পন্ন শব্দ ও আলো একই সময়ে উৎপাদিত হলেও আলোটা আমরা সাথে সাথেই দেখি, শব্দ শুনি কিছুক্ষণ পর।
এখন আসি মূল কথায়, আলো এক সেকেন্ড এ যায় ৩ লক্ষ কিলো মিটার। এটাকে সংখ্যায় লিখলে হবে ৩০০০০০ কিমি।
মিনিটে- ৩০০০০০×৬০ কিমি;
ঘন্টায়- ৩০০০০০×৬০×৬০ কিমি;
দিনে- ৩০০০০০×৬০×৬০×২৪ কিমি;
বছরে – ৩০০০০০×৬০×৬০×২৪×৩৬৫ কিমি
বা ৯৪৬০৮০০০০০০০ কিমি
বা চুরানব্বই হাজার ছয়শত আট কোটি কিলোমিটার। (৯৪৬০৫ কোটি কিলোমিটার মূলত; সেকেন্ড এ ২ লক্ষ, ৯৯ হাজার কিমি, সহজে বুঝার জন্য ৩ লক্ষ বলে)
এটাকেই সহজ করে বলা বা বুঝার জন্য এক আলোকবর্ষ বলে। মহাবিশ্ব এতো বড়, এতো বড় যে অনেক বড় বড় সংখ্যা চলে আসে। তাই আলোকবর্ষ দিয়ে কিছুটা ছোট করা হয়েছে। আলোকবর্ষ দূরত্বের একক বুঝতে আর কোন সমস্যা আছে?
হ্যাপি লার্নিং