ছবিটার দিকে তাকান..
লাল রেখাটা শনি গ্রহের কক্ষপথ। এই রেখা ধরে সে সতত ঘূর্ণায়মান ও চলমান সূর্যকে প্রদক্ষিণ করছে। শনি নিজেও সতত ঘূর্ণায়মান।
ছবিটার দিকে আবার তাকান। নীল রেখাগুলো শনি গ্রহের উপগ্রহ(আমাদের চাঁদের মতো)। এই চাঁদগুলো প্রতিনিয়ত শনিকে কেন্দ্র করে ঘুরছে আবার নিজেরাও ঘুরছে।
আবার তাকান ছবিটার দিকে। কখনোই কোন সংঘর্ষ, কোন সমস্যা হচ্ছে না। এক সেকেন্ডের জন্য সমস্যা হলেও সব শেষ হয়ে যেতো হয়তো!
সূরা মূলক এর তিলাওয়াত প্রায়ই শুনি। বাংলা অনুবাদও দেখি তেলাওয়াতের সময় মাঝে মাঝে।
যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন সুবিন্যস্তভাবে। তুমি পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না।
তারপর তুমি দৃষ্টি ঘুরিয়ে-ফিরিয়ে নাও, তুমি কি কোনো ফাটল দেখতে পাচ্ছ? (আয়াত-৩)
অতঃপর তুমি বার বার তাকিয়ে দেখ-তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। (আয়াত-৪)
সুবাহানাল্লাহ।