সিজিপিএ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী নির্ধারণের হিসাব…
ক. এসএসসি ও এইচএসসির ক্ষেতে-
১. জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব – প্রথম শ্রেণী
২. জিপিএ ২.০০ থেকে জিপিএ ৩.০০ এর কম – দ্বিতীয় শ্রেণী
৩. জিপিএ ১.০০ থেকে জিপিএ ২.০০ এর কম – তৃতীয় শ্রেণী
Follow me on Facebook-
খ. অনার্স ও মাস্টার্স এর ক্ষেত্রে-
১. ৬০% বা তদূর্ধ্ব নম্বর – প্রথম শ্রেণী
২. ৪৫% থেকে ৬০%এর কম – দ্বিতীয় শ্রেণী
৩. ৩৩% থেকে ৪৫% এর কম তৃতীয় শ্রেণী
সিজিপিএ থেকে নম্বরের % বের করার সূত্র
(৮০÷স্কেল)×সিজিপিএ;
৪ স্কেল হলে ৪,
৫ স্কেল হলে ৫ দিয়ে ৮০ কে ভাগ করে নিজের সিজিপিএ দিয়ে ভাগ ফলকে গুণ করবেন।
উদাহরণ ১: মনে করি, কারো সিজিপিএ ৪ স্কেলে ৩.৬৭।
তার নম্বরের হিসাব-
(৮০÷৪)×৩.৬৭= ৭৩.৪% নম্বর, এটি প্রথম শ্রেণী
উদাহরণ ২: সিজিপিএ ৪ স্কেলে ২.৩৪
তার নম্বরের হিসাব-
(৮০÷৪)×২.৩৪= ৪৬.৮% এটি দ্বিতীয় শ্রেণী।
Govt. Notice