-মোঃ জোনায়েদ হোসেন
আপনি কী কী বই পড়েছেন?
এটা আমার ইনবক্স ও বিভিন্ন পোস্টের সবচেয়ে কমন প্রশ্ন।
এর উত্তর আসলে আমি দিতে পারবো না। কী কী বই পড়েছি তা লিখেও রাখিনি আবার সব বই আমার কাছে এখন নেইও। বেশিরভাগ বই কাছের মানুষদের দিয়ে দিয়েছি; অল্প কিছু বই আমার লাগতে পারে সেজন্য রেখেছি। তবে একটা ধারণা দিতে পারবো।
1. মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু বিষয়ক প্রচুর বই আমি নিজের আগ্রহ থেকে পড়েছি। এই পড়াটা চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বেশ কাজে লেগেছে।
2. গণিত, বিজ্ঞান, সাহিত্যের বইও আমি নিয়মিত পড়তাম। এ কারণে কোন সাহিত্য কে লিখেছেন এসব অনেককিছু কমন ছিল। যেমন ধরুন, মার্ক টোয়েন এর ‘হাকলবেরি ফিন’ বা জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ আমি পড়েছি। সুতরাং এই বই কে লিখেছে এটা আমার মুখস্থ করতে হয়নি।
3. এবার আসি আপনাদের আগ্রহের জায়গায়, বিসিএস এর জন্য আমি কী পড়েছি?
বিসিএস এর জন্য আমি প্রথমে বিসিএস এর প্রশ্ন কালেক্ট করেছিলাম। এরপর শুরুতে বাজার থেকে MP3 এর একটা প্রিলি সিরিজ ও Professors এর একটা প্রিলি সিরিজ কিনেছিলাম। তখনও আসলে জানতাম না কী কী পড়তে হবে।
এরপর ব্যাংক জব সলিউশন ও জব সলিউশন কিনেছিলাম (কেউ একজন বলেছিলেন কিনতে)। দুইটা বইই ভালো লেগে যায়। দাগিয়ে পড়া শুরু করলাম। পড়তাম, নোট করতাম। আর প্রতি সপ্তাহে দোকানে গিয়ে দেখে দেখে বিষয়ভিত্তিক বই কিনতাম।
বাজারের সব বইই আমি কিনেছি। তাই আলাদা করে লিস্ট দেওয়ার দরকার নেই। আমি আসলে কোন কোচিং করিনি। কোচিং এর সব টাকা দিয়ে বই কিনতাম
4. আপনাদের জন্য কিছু পরামর্শ-
– প্রথমে জব সলিউশন কিনুন।
– এরপর প্রাইমারি ও হাইস্কুলের গণিত, বিজ্ঞান বইগুলো কিনুন বা কালেক্ট করুন।
– বাংলাদেশের সংবিধান পড়তে থাকুন।
– বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, পত্রিকা (আন্তর্জাতিক পাতা ও কলাম) নিয়মিত পড়বেন।
– বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, হুমায়ুন আহমেদের দেয়াল, তাজউদ্দিন আহমেদকে নিয়ে তার মেয়ে শারমিন আহমেদের লেখা ‘নেতা ও পিতা’ এই রকম সব বই পড়ে ফেলুন।
– বাংলাপিডিয়া কালেক্ট করে পড়তে পারেন।
– এরপর বিষয়ভিত্তিক আরো বই কিনুন (তবে একাসাথে না, পড়তে থাকুন, নোট করুন, বই দেখে-পড়ে কিনুন)
# বাংলা-
লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের ইতিহাস- হুমায়ুন আজাদ; বাংলা ব্যাকরণ- নবম শ্রেণী, বাংলা একাডেমির বানানরীতি, MP3 বাংলা, সৌমিত্র শেখরের বাংলা বই, বাংলা বানান- মাহবুব আলম
# ইংরেজী
English for Comparative Exams- Professors,
জাকির হোসেনের ইংরেজি গ্রামার বই, An Essential Book… -Colegiate Publication, হাইস্কুলের ইংরেজী বই। Common mistakes, An ABC of English Literature.
Vocabulary বিভিন্ন পরীক্ষায় আসাগুলো একটা খাতায় লিখে পড়লেই হবে। বেশি পড়তে আগ্রহী হলে Saifurs vocabulary কিনতে পারেন।
# গণিত
1- 9 সব গণিত বই ও সমাধান, MP3 math, S@ifirs Math, S@ifurs Geometry
# বিজ্ঞান
হাইস্কুলের সব বিজ্ঞান বই, MP3 বিজ্ঞান, ওরাকল বিজ্ঞান
# কম্পিউটার
Easy Computer, Fundamental Computer- Dr. Lutfur Rahman.
# সাধারণ জ্ঞান
MP3 বাংলাদেশ, আন্তর্জাতিক, প্রফেসরস, ওরাকল।
বাংলাদেশ ও বিশ্বের মানচিত্র অবশ্যই টেবিলে রাখবেন।
গুগল, উইকিপিডিয়াতো থাকছেই।
বিশেষ দৃষ্টি :
1. বেশি বেশি মডেল টেস্ট দিন।
2. যেকোন পরীক্ষা দিয়ে এসে প্রশ্নটা ভালোভাবে সলভ করুন। নিজের দুর্বলতা বের করুন, সে অনুযায়ী পড়ুন।
3. নোট করুন নিয়মিত।
4. একটা ঘটনার সাথে অন্য ঘটনা লিংক করে পড়ুন।
5. মনে থাকতে সময় লাগবে। শিখার জন্য পড়ুন, বারবার পড়ুন, একসময় পারবেন।
ভালো থাকুন সবাই…