SWIFT কী, কীভাবে কাজ করে?

-মোঃ জোনায়েদ হোসেন

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ান ব্যাংকগুলোকে SWIFT সার্ভিস থেকে বাদ দেওয়া হচ্ছে।

এখন প্রশ্ন হলো SWIFT কী? এটা কীভাবে কাজ করে? এর দরকার কী?

SWIFT- The Society for Worldwide Interbank Financial Telecommunication (একে Business Identifier Codes -BIC কোডও বলে) হলো সারাবিশ্বের সকল ব্যাংকের সকল শাখার একটা নেটওয়ার্ক। আরো সহজ করে বললে সকল ব্যাংকের সকল শাখার একটা সিক্রেট গ্রুপ।

SWIFT সিস্টেমে সবার একটা আইডি নম্বর থাকে। যেমন ধরেন ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল শাখার SWIFT কোড হলো DBBLBDDH101

এখানে প্রথম চার ডিজিট DBBL ব্যাংকের নাম, পরের দুই ডিজিট BD দেশের নাম, পরের দুই ডিজিট DH মানে ঢাকা লোকেশন, পরের তিন ডিজিট মতিঝিল শাখার কোড 101

একইভাবে ডাচ বাংলা ব্যাংকের বনানী শাখার সুইফট কোড DBBLBDDH103

বুঝেছেন নিশ্চয়ই। SWIFT ওয়েবসাইটে/সিস্টেমে বিশ্বের সকল ব্যাংকের সকল শাখা আছে। এবার ধরেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের একটি ব্যাংক থেকে ঢাকার বনানী শাখায় একটা টাকা পাঠাবে। তখন সান ফ্রান্সিসকো শাখা SWIFT কোড দেখে নিশ্চিত হবে এটা বনানী শাখার একাউন্ট। এরপর আরো নিশ্চিত হতে চাইলে SWIFT এর সিস্টেম এ গিয়ে বনানী শাখার সাথে যোগাযোগ করে নিশ্চিত হবে।

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং SWIFT এ নিশ্চিত না হয়ে কোন লেনদেন হয় না বলা যায়। রাশিয়ার ব্যাংকগুলোকে এই সিস্টেম থেকে বাদ দিলে আন্তর্জাতিক লেনদেন এ তারা ব্যাপক সমস্যায় পড়বে।

SWIFT প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। এর সদর দপ্তর বেলজিয়ামে।

হ্যাপি লার্নিং 🙂

Share this Article:

Facebook
Twitter
LinkedIn